ASANSOLBengali NewsHealth

দ্বিতীয় দিনে সামান্য বাড়লো করোনার ভ্যাকসিন নেওয়ার সংখ্যা

পশ্চিম বর্ধমান জেলার ৬ টি কেন্দ্রে ৩৯৪

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৮ জানুয়ারিঃ পশ্চিম বর্ধমান জেলায় দ্বিতীয় দিনে সামান্য হলেও বাড়লো করোনার ভ্যাকসিন বা টিকা নেওয়ার সংখ্যা। সোমবার পশ্চিম বর্ধমান জেলার ৬টি কেন্দ্র থেকে ৩৯৪ জন করোনার ভ্যাকসিন নিয়েছেন বলে পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ অশ্বিনী কুমার মাজি জানান।

File photo


১৬ জানুয়ারি ভ্যাকসিন নেওয়ার প্রথম দিন পশ্চিম বর্ধমান জেলার ৬টি কেন্দ্র থেকে ৩২৬ জন ভ্যাকসিন নিয়েছিলেন।
হিসাব মতো প্রতি কেন্দ্রে ১০০ জন করে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো। কিন্তু প্রথম দিনের মতো এদিনও আসানসোলের কোন কেন্দ্রেই সেই লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি। যা নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন বেশ চিন্তিত। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ভ্যাকসিন নেওয়ার সংখ্যা কিছুটা বাড়ায়, স্বাস্থ্য দপ্তর কিছুটা স্বস্তিতে রয়েছে।


এদিন স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, আসানসোলে ৬০ জন, সালানপুরে ৭৪ জন, পানাগড়ে ৬৪ জন, দূর্গাপুরে ৫৫ জন রানিগঞ্জে ৮০ জন ও জামুড়িয়ায় ৫৯ জন ভ্যাকসিন নিয়েছেন।
স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিশ্বাস, যতদিন যাবে, ভ্যাকসিন নেওয়ার সংখ্যাও বাড়বে।

Leave a Reply