Bengali NewsKULTI-BARAKAR

হেল্প ফর সীতারামপুর গ্রুপ’র উদ্যোগে লছিপুর জনকল্যাণ কেন্দ্রে নেতাজির জন্মবার্ষিকী পালিত হল

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল : নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৪তম জন্মবার্ষিকী আজ ‘হেল্প ফর সীতারামপুর গ্রুপ’র উদ্যোগে সীতারামপুরের লছিপুর জনকল্যাণ কেন্দ্রে পালিত হল ৷ নেতাজির মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন দিশার সহসচিব দেবব্রত অধিকারী ৷ এরপর ছাত্রছাত্রীরা গান কবিতায় এই মহান স্বাধীনতা সংগ্রামীকে বিনম্র চিত্তে স্মরণ করেন ৷

দেবব্রতবাবু আজকের দিনে সুভাষচন্দ্রের প্রাসঙ্গিকতা তুলে তাঁর স্বপ্নকে সার্থক করে তুলতে পড়ুয়াদের আহ্বান করেন ৷ গ্রুপের পক্ষ থেকে শিক্ষক বিশ্বনাথ মিত্র এই প্রসঙ্গে জানলেন, সীতারামপুর অঞ্চলটির সঙ্গে নেতাজির প্রত্যক্ষ সম্পর্ক আছে ৷ ১৯৪০ সালে ১৬ জুন লছিপুরেরই অদূরে বেলরুই গ্রামের জমিদার নকুলচন্দ্র রায়ের বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বোসের পদধূলি পড়ে ৷ তৎকালীন এই জমিদারকে লেখা নেতাজির চিঠি এবং সেই বাড়িতে তাঁর বসবার চেয়ার এবং অন্যান্য ব্যবহৃত জিনিস সেই বাড়িতে আজও সেখানে সম্মান এবং যত্ন সহকারে সঙ্গে রাখা আছে ৷ বিশ্বনাথবাবুরা ছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক তপন কেওরা, ইন্দিরা দাশ,রজনী দাশ, অতনু চক্রবর্তী প্রমুখ ৷

হেল্প ফর সীতারামপুর গ্রুপ


এইদিন নেতাজির জন্মদিনকে ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায় ৷ উপস্থিত ছিল প্রায় আশিজন বাচ্চা ৷ অনুষ্ঠানের শেষে সবাইকে টিফিন দেওয়ার পাশাপাশি দুপুরে মাংসভাত খাওয়ানো হয় ৷ উল্লেখ্য বিগত প্রায় ছয় মাস ধরে প্রতিদিন এইসব দুঃস্থ পড়ুয়াদের Help For Sitarampur গ্রুপের তরফে মধ্যাহ্নভোজন করানো হয়ে আসছে ৷

Leave a Reply