ভ্যাকসিন দেওয়া শুরু হল বরাকরে
বেঙ্গল মিরর, বরাকর : চলছে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ। বিভিন্ন সরকারি হাসপাতাল এবং বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র গুলি থেকে স্বাস্থ্যকর্মীদের কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে।
প্রথমে পশ্চিম বর্ধমানের ৬ টি কেন্দ্র থেকে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হলেও বর্তমানে আসানসোল জেলা হাসপাতালে ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলি থেকে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। তেমনি ভাবে সোমবার বরাকর স্বাস্থ্য কেন্দ্র থেকে কোভিড ভ্যাকসিন কাজ শুরু হয়েছ।
সোমবার সকাল থেকেই এই কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। বরাকর স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে।
চিকিৎসকরা জানিয়েছেন বিনামূলে পাওয়া যাচ্ছে তাই অনেকে এর মূল্য বুঝতে পারছে না। এখনো পর্যন্ত কোনো রকমের অসুস্থতা বা সাইডএফেক্ট কারো মধ্যে দেখা যায়নি। কোরোনার সঙ্গে লড়াই করতে একমাত্র এই ভ্যাকসিনই ভরসা।