রাজনৈতিক শক্তি প্রদর্শন করলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি
৭ ফেব্রুয়ারি মহা মিছিলের আগে বিধানসভা এলাকায় নিজের
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, পান্ডবেশ্বর, ২৫ জানুয়ারিঃ রাজনৈতিক শক্তি প্রদর্শন করলেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। আসানসোলে শুভেন্দু অধিকারী ও সাংসদ তথা কেন্দ্রীয় প্রতি মন্ত্রী বাবুল সুপ্রিয় রোডশো ও সভার পাল্টা হিসাবে আগামী ৭ ফেব্রুয়ারি পান্ডবেশ্বর বিধান সভা এলাকায় মহা মিছিলের ডাক আগেই দিয়েছেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। সেই মিছিল পান্ডবেশ্বর বিডিও অফিস থেকে শুরু হয়ে পান্ডবেশ্বর স্টেশন পর্যন্ত যাবে। তারজন্য জিতেন্দ্র তেওয়ারি প্রস্তুতিও শুরু করেছেন।



গত ডিসেম্বর মাসে তৃনমুল কংগ্রেস ছাড়া ও দুদিনের মধ্যে আবার ফিরে আসার পরে ৭ ফেব্রুয়ারির মহা মিছিল পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির সবচেয়ে বড় রাজনৈতিক কর্মকাণ্ড।

তার আগে, সোমবার নিজের বিধান সভা এলাকায় রাজনৈতিক শক্তি প্রদর্শন করলেন জিতেন্দ্র তেওয়ারি। এদিন তিনি স্ত্রী চৈতালী তেওয়ারিকে সঙ্গে নিয়ে পান্ডবেশ্বরে আসেন। পান্ডবেশ্বরের ছোঁড়া এলাকায় বাঙ্কোলা কোলিয়ারিতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তার আসাকে কেন্দ্র করে এলাকার তৃনমুল কংগ্রেসের নেতা ও কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।

জিতেন্দ্র তেওয়ারিকে এদিন স্বাগত জানাতে তৃনমুল কংগ্রেসের কর্মীরা একটি মোটরসাইকেল রেলি করেন। এদিনের অনুষ্ঠানে ২ হাজার মানুষকে কম্বল দেওয়া হয়। অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, দলকে জেতাতে আমরা সবাই একজোট হয়ে লড়াই করবো।