ASANSOL

Covid Volunteer দের কাজের মেয়াদ বাড়ানোর দাবি

বেঙ্গল মিরর, উজ্জ্বল দাশগুপ্ত, আসানসোল: করোনা আবহে অস্থায়ী ভাবে স্বাস্থ্য পরিষেবার কাজে নিযুক্ত Covid Volunteer রা তাদের কাজের মেয়াদ বাড়ানোর দাবি নিয়ে ডেপুটেশন দিলেন জেলা শাসকের দপ্তরে।

মঙ্গলবার সকালে প্রায় 28 জন এই অস্থায়ী কর্মীরা জেলা শাসকের দপ্তরে পৌছে একটি দাবি তুলে দেন। এদিন নিজেদেরকে কোভিড ভলান্টিয়ার পরিচয় দিয়ে জয়েন্ত ভট্টাচার্য বলেন, আমরা কোভিড ভলান্টিয়ার হিসাবে কাজ করছিলাম ।কিন্তু হঠাত্ করে আমাদের কোন কারন ছাড়াই ডিট্রেজ করে দেওয়া হয়।আমরাও চাইছি ভবিষ্যতে আমাদের ওই জ্যাগাই ক্যাজুয়াল করা হয়।এখনো পশ্চিমবঙ্গ থেকে কোভিড উঠে যায়নি। এমন অনেক দিন গেছে যে আমরা পিপি ই কিট ঠিক মত পাইনি।জেলা শাসক ছিলেন না। পরে অনুমতি নিয়ে জেলাশাসকের সাথে বৈঠক হবে বলেও জানান তিনি ।

Leave a Reply