ASANSOLBengali News

ASANSOL প্রায় 4 ফুটের বাদুড়

বেঙ্গল মিরর, উজ্জ্বল দাশগুপ্ত, আসানসোল: প্রায় 4 ফুট দৌর্ঘের এক বাদুড় উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় ।ঘটনা আসানসোলের ডুরান্ড রেল কলোনি এলাকার।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেল কলোনির জঙ্গলে বাদুড় টি দেখতে পায় স্থানীয়রা ।খবর দেওয়া হয় পুলিশ ও বনদপ্তরে।

স্থানীয়দের প্রাথমিক অনুমান বাদুড় টি অসুস্থ রয়েছে ।স্থানীয় ভাবে ছোট দৌর্ঘের বাদুড় দেখতে পাওয়া যায় এ এলাকায় ।তবে এত বড় বাদুড় দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।বন দপ্তর সুত্রে জানা গেছে বাদুড় টি উদ্ধার করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply