মুখ্যমন্ত্রী কে আক্রমণ বিজেপির সর্বভারতীয় সম্পাদিকা ও মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর
ভারতীয় জনতা মহিলা মোর্চার রাঢ়বঙ্গ জোনের সাংগঠনিক বৈঠক
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৬ ফেব্রুয়ারিঃ ভারতীয় জনতা মহিলা মোর্চার রাঢ়বঙ্গ জোনের সাংগঠনিক বৈঠক শনিবার অনুষ্ঠিত হলো আসানসোলের কাল্লা মোড়ে ২ নং জাতীয় সড়ক লাগোয়া জেলা বিজেপির কার্যালয়ে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সম্পাদিকা বিজয়া রাহাতকার, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
এদিনের বৈঠকে রাঢ়বঙ্গের জেলা গুলিতে মহিলা মোর্চার সাংগঠনিক শক্তি রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ঠিক কোন জায়গায় আছে, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বাংলা থেকে তৃনমুল কংগ্রেসের সরকারকে সরাতে মহিলা মোর্চাকে কি ভূমিকা পালন করতে হবে তার দিক নির্দেশ করেন নেত্রীরা।
বাংলায় নারীদের সম্মান ও নিরাপত্তা নেই,
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজয়া রাহাতকার ও অগ্নিমিত্রা পাল একযোগে বাংলায় মহিলাদের নিরাপত্তা ও সম্মান না থাকা নিয়ে একযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে আক্রমণ করেন।
বিজয়া রাহাতকার বলেন, বাংলার মানুষেরা ঠিক করে নিয়েছেন যে, এবার আর বাংলায় তৃনমুল কংগ্রেসের সরকার থাকবে না। তাদের চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে অগ্নিমিত্রা পাল বলেন, রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে সম্মান কিছু নেই। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও নারীদের উপরে অত্যাচারের ঘটনা ঘটছে।
রাজ্য সহ সভানেত্রী কেয়া ঘোষ এবং পলি সেন , রাজ্য সম্পাদিকা বর্ণালী সিনহা ও মৌমিতা বিশ্বাস, রাজ্য রিপোর্টিং কনভেনার অনামিকা দাস, রাজ্য আইটি নীলিমা সিনহা, বীরভূম জেলা অবজারভার শর্মিষ্ঠা হীরা ও বন্দনা সিনহা, বিষ্ণুপুর জেলার অবজারভার ও রাজ্য সম্পাদিকা মৌমিতা বিশ্বাস মিশ্র , পুরুলিয়া জেলার অবজারভার ঝুমা গোস্বামী,বাঁকুড়া জেলা অবজারভার চন্দ্রমল্লিকা ব্যানার্জি, পূর্ব বর্ধমান জেলা স্মৃতিকণা বসু ও দেবজানি গড়াই, বর্ধমান সদর জেলা সোনা ভদ্র, আসানসোলের জেলা সভানেত্রী পাপিয়া পাল, জেলা বিজেপির সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই ও নির্মল কর্মকার।