ASANSOL-BURNPURBengali News

নববিকাশ ক্লাবকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন তাপস বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, বার্নপুর : বার্নপুর নববিকাশ Naba Bikash Club ক্লাবকে নিজের বিধায়ক তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন আসানসোল দক্ষিন কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। আজ নিজে চালিয়েই উদ্বোধন করেন তিনি অ্যাম্বুলেন্সটি। এছাড়াও এই অ্যাম্বুলেন্স উদ্বোধন উপলক্ষে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। পাশাপাশি আদিবাসী নৃত্য প্রদর্শিত হয়। তাপস বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন সমাজসেবী কমলেন্দু মিশ্র, প্রবীর ধর, ক্লাব সম্পাদক বাপ্পা তালুকদার, প্রাক্তন কাউন্সিলর সোনা গুপ্ত, ববিতা দাস, উৎপল সেন, ভরত দাস সহ প্রমুখেরা।

নববিকাশ

Leave a Reply