সমাজসেবী কৃষ্ণ প্রসাদ বিজেপিতে যোগদান
বেঙ্গল মিরর, আসানসোল : আসানসোলের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণপ্রসাদ যোগদান করলেন বিজেপিতে। বীরভূমে জেপি নাড্ডার উপস্থিতিতে দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করে। এই খবর চাউর হতেই আসানসোল শিল্পাঞ্চলে রাজনৈতিক মহলে উত্তেজনা। তৃনমুলের ঘনিষ্ঠ বলে পরিচিত। লকডাউন পিরিয়ডে আসানসোল পুরনিগমের বেশিরভাগ কাউন্সিলরদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তৃনমুলের এক শীর্ষ নেতার সাথে একটি ক্লাব গঠনকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল। থানা পুলিশও হয়েছিল। তার পরে ছট পূজোর সময় ওনাকে কাল্লাতে কৃষ্ণ প্রসাদের সাথে একটি অনুষ্ঠনে দেখা যায়। শেষ পর্যন্ত রাজনীতিতে যোগদান করলেন।।