BARABANI-SALANPUR-CHITTARANJAN

রেল লাইনের পাশ থেকে এক যুবক ও মহিলার মৃতদেহ উদ্ধার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রেল লাইনের পাশ থেকে এক যুবক ও এক মহিলার মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। ঘটনাটি ঘটেছে, সালানপুর থানার জেমারি রাজ্জাক নগর
এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় এক বাসিন্দা যখন রেল লাইনের পাশ থেকে যাচ্ছিলেন, সেই সময় তিনি হটাৎ লক্ষ্য করেন একটি মহিলার ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে। এরপরই তিনি একটু এগিয়ে যেতেই দেখেন আর এক যুবকের মুন্ড হিন দেহ পড়ে রয়েছে ।

সঙ্গে সঙ্গে তিনি গ্রামে খবর দিলে, গ্রামবাসী গিয়ে ঘটনাস্থলে ভিড় জমান। খবর দেওয়া হয় সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়িতে একই সাথে রেল পুলিশ ও জি আর পি খবর দেওয়া হয় ।যদিও খবর দেওয়ার মধ্যেই স্থানীয় সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এলেও রেল পুলিশ ও জি আরপি প্রায় কয়েক ঘন্টা পর আসে মৃতদেহটি উদ্ধার করে। তবে স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও জ্যাকেট পরে ছিল।
মহিলাটির পরনে শাড়ী ছিল ।
স্থানীয় বাসিন্দাদের অনুমান,রেলে কাটা গিয়ে মৃত্যু হয়েছে তবে
এখন ও পযর্ন্ত মৃত যুবক ও মহিলার কোন পরিচয় জানা যায়নি।

Leave a Reply