ASANSOLBengali News

Reliance Market Case : গ্রেফতারের দাবিতে আসানসোল উত্তর থানায় বিজেপির বিক্ষোভ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১২ ফেব্রুয়ারিঃ Reliance Market Case
আসানসোল উত্তর থানার রেলপার এলাকার রিলায়েন্স মার্কেটে দুষ্কৃতি হামলায় একটি বেসরকারি সংস্থার ক্যাশভ্যানের গুলিতে মৃত্যু ও একজনের আহত হওয়ার ঘটনায় যথাযথ তদন্ত করে দ্রুত গ্রেফতারের দাবিতে আসানসোল বিজেপির মন্ডল১ এর পক্ষ থেকে শুক্রবার দুপুরে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে পুলিশ আধিকারিকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।

Reliance Market Case

বিক্ষোভকারী বিজেপির নেতা ও কর্মীরা বলেন, এই ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নি। তাই তারা দাবি করছে দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

Reliance Market Case : সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? : আশা শর্মা


এই বিষয়ে বিজেপির মহিলা নেত্রী আশা শর্মা বলেন, কালকের ঘটনা যে এলাকায় ঘটেছে সেই এলাকা আসানসোল উত্তর বিধান সভায়। সেখানকার বিধায়ক হলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। যদি আইন মন্ত্রীর এলাকায় এই রকম দুষ্কৃতি হামলার ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ২০২১ র বিধান সভা নির্বাচনের আগে এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা ।

Leave a Reply