ASANSOLBengali News

আসানসোল উৎসব সূচনা করলেন মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা ব্যানার্জি : আসানসোল উৎসব কমিটি আয়োজিত আসনসোল উৎসব কমিটির দশ দিনের ষষ্ঠ আসনসোল উৎসব রাজ্য শ্রমও আইনমন্ত্রী মলয় ঘটক, সেল আইএসপি এর সিইও এভি কমলাকার, জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, আসানসোল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, আসানসোল গার্লস কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘটক, ই এস আই হাসপাতালের সুপারিনটেনডেন্ট ড: অতনু ভদ্র, রক্ত আন্দোলনের পথিকৃৎ প্রবীর ধর, সাংগঠনিক কমিটির অনিমেষ দাস, মুনমুন মুখোপাধ্যায় যৌথভাবে প্রদীপের প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। ২৮ শে ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসবে বিখ্যাত শিল্পীরা আসবেন। প্রদর্শনী সহ মোট দেড় শতাধিক স্টল এখানে স্থাপন করা হয়েছে।

মন্ত্রী মলয় ঘটক বলেন যে, “আসানসোল উৎসব ষষ্ঠ বছরে পৌঁছেছে। আজ এর খ্যাতি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে। কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে মিলিত শিল্পীরাও এই উৎসবে আসতে আগ্রহ প্রকাশ করেন। এখানে এই উৎসব উদযাপনের কারণে কল্যাণপুর হাউজিং এবং আশেপাশের পাশাপাশি জাতীয় সড়ক সংলগ্ন গ্রামগুলির লোকেরাও বিনোদন উপভোগ করার সুযোগ পান। বিভিন্ন শিল্পীও যাদের খ্যাতি দেশ বিদেশ জুড়ে তারা এবার উৎসবের মূল আকর্ষণ হবেন।”

Leave a Reply