ASANSOLBengali News

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২১ ফেব্রুয়ারিঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হল জেলা জুড়ে, পশ্চিম বর্দ্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক কার্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হল। জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

আজ বঙ্গযোদ্ধা কমিটির পশ্চিম বর্ধমান শাখার পক্ষ থেকে বড়তোরিয়া মোড়ে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” পালন করা হল। বঙ্গ যোদ্ধা কমিটির প্রথম সভায় উপস্থিত ছিলেন সামিম মন্ডল, সভার উদ্যোক্তা চন্দ্রশেখর দাস, মোফাজ্জল হক,দেবাশীষ ঘোষ, শ্যামাসিস বোস এবং আমার অন্যান্য সহযোগীগণ।

মাতৃভাষার জন্য রফিক বরকতদের রক্তঋণ শোধ হবে তখনই, যখন মায়ের ভাষা প্রত্যন্ত মানুষের কাছে পৌঁছে যাবে ৷ এই দৃষ্টিভঙ্গি কে সামনে রেখে আজ সমাজের চরম অবহেলিত শিশুদের আঙ্গিনা সীতারামপুরের লছিপুরে দিশা জনকল্যাণ কেন্দ্রে পালিত হল একুশের “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” ৷ হেল্প ফর সীতারামপুর গ্রুপ এবং তাপ উত্তাপ সাহিত্য পত্রিকার যৌথ উদ্যোগে কবিতায়, সংগীতে, গানে, যন্ত্রসংগীতে বাংলা ভাষার মহান এই দিনটকে উদযাপিত করা হল ৷

পাশাপাশি সমাজসেবী ও ইষ্টার্ণ রেলওয়ের শি শিক্ষক বিশ্বনাথ মিত্রকে তাপ উত্তাপ এর পক্ষ থেকে “পশ্চিম বর্ধমানের শ্রেষ্ঠ বঙ্গসন্তান” হিসাবে উপাধিতে সম্মানিত করা হল ৷ এছাড়াও হেল্প ফর সীতারামপুরের সদস্য দেবব্রত অধিকারী, রজনী দাস, অতনু চক্রবর্তী, প্রসেনজিৎ দাস, চিত্রশিল্পী তপন কেওরা সহ সাতজনকে কোভিদ যোদ্ধা সম্মানে সম্মানিত করা হল ৷

একদিকে আসানসোল শিল্পাঞ্চলের প্রখ্যাত সাহিত্যিক শিল্পী কবিদের উপস্থিতি, রূপনারায়ণপুরের মল্লার শিল্পগোষ্ঠীর সঙ্গীত উপস্থাপনা,অন্যদিকে দিশার ‘আনকোরা’ বাচ্চা এবং তাদের দিদিমণি ও দিশার কর্মীদের অপূর্ব নৃত্য ও সঙ্গীত আজ ঐতিহাসিক দিন হিসাবে চিহ্নিত হল সীতারামপুর লছিপুরের প্রাঙ্গণে ৷


এছাড়া 82 জন শিশুকে খাতা পেন রাবার পেন্সিল ও ক্যাডবেরি দেওয়া দিলেন ডক্টর অলোক মজুমদার এবং সাহিত্যিক শতাব্দী মজুমদার ৷ সমস্ত অনুষ্ঠানটি পরিচালিত করেন তাপ উত্তাপ পত্রিকার সম্পাদক অমল বন্দ্যোপাধ্যায় ৷
পরিশেষে প্রতিদিনের মত আজও মধ্যাহ্নভোজনের ব্যবস্থা ছিল ৷ খিচুড়ি, বাঁধাকপির তরকারি, মাংস এবং টম্যাটোর চাটনিসহ ভাত খেলেন অতিথিসহ 130 জনেরও বেশি মানুষ ৷

Leave a Reply