BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপ্পু উপাধ্যায় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয়ী চিত্তরঞ্জন বালক সংঘ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, সালানপুর:সালানপুর ব্লকের ডাবর গ্রামের ফুটবল ময়দানে এক মাস ব্যাপী নক আউট ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রবিবার দিন।এই খেলাটি ডাবর ইউনাইটেড ক্লাবের পরিচালনায় ও শ্রমিকসংগঠন নেতা দীনেশলাল শ্রীবাস্তব সহ কিছু বিশিষ্ট ব্যাক্তিবর্গদের সহযোগিতায় আয়োজন করা হয়।


যেই খেলায় মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনি বিধান সভার বিধায়ক বিধান উপাধ্যায় সহ সালানপুর এরিয়া ইসিএলের জেনারেল ম্যানেজার অমিতঞ্জন নন্দী,ডাবর কোলিয়ারি এজেন্ট এম.এম.কুমার,ডাবর কোলিয়ারি
ম্যানেজার প্রভাত কুমার,জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং।


যেখানে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় ঠাকুর ইলেভেন ক্লাব বনাম চিত্তরঞ্জন বালক সংঘ ক্লাবের মধ্যে।যার মধ্যে চিত্তরঞ্জন বালক সংঘ ক্লাব জয়লাভ করেন।
ফাইনালে বিজয়ী দল চিত্তরঞ্জন বালক সংঘ ক্লাবকে ১৫ হাজার টাকা সহ একটি বড় ট্রফি প্রদান করা হয় তাছাড়া ফাইনালে পরাজিত দল ঠাকুর ইলেভেন ক্লাবকে ১০হাজার সহ একটি ট্রফি প্রদান করা হয়।তাছাড়া দুটি টিমের খেলোয়াড়দের মধ্যে ভিন্ন ভিন্ন ইন্ডিভিজুয়াল পুরস্কার তুলে দেওয়া হয়।


ফাইনাল খেলায় এসে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন খেলা ধূলো খুব ভালো জিনিস এতে যুব সমাজকে মোবাইল ফোন থেকে দূরে সরিয়ে রাখা যায়।তাই আমি চাই যেনো এমন খেলা প্রতিটি ক্লাব পরিচালনা করে।আমি ডাবর গ্রামকে খুব ভালোবাসি ও এই অঞ্চলের মানুষ দের খুব বিশ্বাস করি,তাই এই খেলা শেষ হলেও আসল খেলা এবার শুরু আর এবার জোর কদমে খেলা হবে এই খেলায় আমাদের জয়লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী বানাতে হবে।

Leave a Reply