Bengali NewsDURGAPUR

ক্যানেল পাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

দূর্গাপুরের কাঁকসা থানার এলাকার ঘটনা

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, দূর্গাপুর ১ মার্চঃ পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরের কাঁকসা থানার পানাগড় গ্রাম সংলগ্ন ক্যানেল পাড়ে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে যায় । খবর পেয়ে আশপাশের এলাকার বাসিন্দারা আসেন । স্থানীয় বাসিন্দারা কাঁকসা থানায় খবর দেন । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দূর্গাপুর মহুকুমা হাসপাতালে পাঠায় । মৃত যুবকের নাম সুকুমার প্রসাদের( ২৯)। মৃত যুবকের বাড়ি ঐ এলাকায়।


পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, রবিবার বাড়িতে পারিবারিক অশান্তির জেরে ঘর থেকে বেড়িয়ে যায় সুকুমার প্রসাদ । পরে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে তার খোঁজ করা হলেও, সুকুমারকে পাওয়া যায় নি । এদিন সকালে ক্যানেলে তার মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ।


প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায় , পরিবারের তরফে ঐ যুবক রবিবার থেকে নিখোঁজ ছিলো বলে জানানো হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পেলে জানা যাবেনা যে, ঠিক কি কারণে ঐ যুবকের মৃত্যু হয়েছে।

Leave a Reply