Bengali NewsPANDESWAR-ANDAL

পান্ডবেশ্বরে জিতেন্দ্র তেওয়ারির বিরোধী মিছিল, বিধায়ক বিদায়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উল্লাস

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, পান্ডবেশ্বর , ৩ মার্চঃ পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির বিজেপিতে যোগদানের পরেই খুশি এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ।
পান্ডবেশ্বরের তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায়, দল থেকে একজন বেইমান ও পাপ বিদায় হয়েছে। তাই খুশিতে এলাকার মানুষ আনন্দে একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন। দল থেকে পাপ বিদায় হওয়ায় দল আরো মজবুত হলো বলে মনে করেন শাসক দলের ব্লক সভাপতি ।


পান্ডবেশ্বরের কেন্দ্রা ও রামনগর এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিধায়কের দলবদলে আবেগ ধরে রাখতে না পেরে উল্লাসে মাতলো এদিন। তাদের মতে, বেইমান বিধায়ক বিজেপিতে চলে যাওয়ায় ভালোই হয়েছে দলের। দল আরো বেশি শক্তিশালী হবে এই এলাকায় । তারা বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ছবিতে জুতোর মালা পড়িয়ে ও লাথি মেরে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

Leave a Reply