ASANSOLBengali News

আসানসোল নাগরিক বৃন্দের ব্যানার নিয়ে শুদ্ধিকরণ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বুধবার বিকেলে টিএমসি সমর্থকরা আসানসোল নাগরিক বৃন্দের ব্যানার নিয়ে কর্পোরেশন সদর দপ্তরে পৌঁছয়। তারা কর্পোরেশনের মূল ভবনের প্রবেশপথে গোবর ও গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন।

ওই কর্মসূচি উপলক্ষে মৌসুমী বণিক বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় জিতেন্দ্র তিওয়ারিকে মেয়র, বিধায়ক ও জেলা সভাপতি নিযুক্ত করেছিলেন। তবে তিনি দলকে প্রতারণা করেছেন। তাঁর চলে যাওয়া এখানকার মানুষের কাছে শান্তি এনে দিয়েছে। এজন্য তারা কর্পোরেশন সদর দফতরকে শুদ্ধ করতে এসেছিলেন। ওইসময় প্রাক্তন কাউন্সিলর সুবর্ণা রায়, উমা শ্রফ, গুরুদাস চ্যাটার্জী, টিএমসি নেতা পিন্টু কর্মকার, ভানু বোস, বিমল জালান, শম্ভু গুপ্তা, ভুবনেশ্বর মুখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *