জেলায় পুরুষদের তুলনায় গত এক বছরে মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলায় নটি বিধানসভা কেন্দ্রেই গত এক বছরে পুরুষদের তুলনায় মহিলা ভোটার সংখ্যা ৩৫’৭৯৮ জন বেড়েছে । দুই হাজার কুড়ি সালের পহেলা জানুয়ারি এই সংখ্যাটা ছিল ১০৪৮৯৩৪ জন এবং ২০২১ এর পয়লা জানুয়ারি তা বেড়ে হয়েছে১০৮৪৭৩২জন। গণতন্ত্র এবং রাজনীতির ক্ষেত্রে এটা অবশ্যই একটি উল্লেখযোগ্য ঘটনা ।
বিশেষ করে এর মধ্যে দিয়ে ভোটার তালিকায় মহিলাদের নাম তোলার প্রবণতা ও যে যথেষ্ট বেড়েছে তা প্রমাণিত । এবার যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এই ঘরের মেয়ে হিসেবে তৃণমূল তৃতীয়বারের জন্য ভোটারদের কাছে ভোট চাওয়ার জন্য আবেদন করেছে স্বাভাবিকভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনে এই জেলাতেও মহিলা ভোটাররা প্রায় অর্ধেক আকাশের দায়িত্বই পালন করবে ভোটে। অন্যদিকে বিজেপির তরফেও ইতিমধ্যেই তাদের দলের নয় কন্যাকে নিয়ে টুইট করে এই ভোটে মহিলাদের কাছে বেশি করে পৌঁছানোর আবেদন তারাও শুরু করেছে।
২০২০ পয়লা জানুয়ারি তুলনায় ২০২১ এর পয়লা জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকায় ৬০৩৭৪ জন ভোটারের সংখ্যা এবার বেড়েছে । অর্থাৎ জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২২৩১৭৪৯ জন। ঠিক এক বছর আগে এই ভোটার সংখ্যা ছিল ২১৭১৩৭৫জন। অন্যদিকে পুরুষদের তুলনায় গত এক বছরে মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। পুরুষ ভোটাররা সংখ্যা যেখানে বেড়েছে ২৪৫৭৮ জন সেখানে মহিলাদের সংখ্যা ৩৫৭৯৮ হয়েছে ।
সরকারি পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে গত এক বছরে নটি বিধানসভা কেন্দ্রেই মহিলাদের সংখ্যা বেড়েছে। আসানসোল দক্ষিণে সবচেয়ে বেশি মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে। এই কেন্দ্রে কেবলমাত্র বেড়ে যাওয়া মহিলার সংখ্যা ৪৮০৭।
জেলা নির্বাচন দপ্তর সূত্র থেকে জানা যাচ্ছে নটি কেন্দ্রের মধ্যে এবার সবচেয়ে বেশি ভোটার উত্তর আসানসোলে । এখানে মোট ভোটার২৭৪৭৭০জন। এই কেন্দ্রে ভোটার বেড়েছে ৭৫১২। এখানে মহিলা ভোটার বেড়েছে ৪২৮৪। দ্বিতীয় স্থানে আছে আসানসোল দক্ষিণ ।এখানে মোট ভোটারের সংখ্যা ২৭২৯৩৬। এখানে ভোটার বেড়েছে ৭৮৫৬জন। মহিলা ভোটকেন্দ্রে বেড়েছে ৪৮০৭। তৃতীয় স্থানে আছে দুর্গাপুর পশ্চিম ।এখানে ভোটারের সংখ্যা ২৬৮৬৭৬ জন।এখানে গত এক বছরে ভোটার বেড়েছে ৬৮০৭। এই কেন্দ্রে মহিলা ভোটার বেড়েছে ৪২০৩ জন।
অন্যদিকে চলতি বছরের পয়লা জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকা দেখা যাচ্ছে সবচেয়ে কম ভোটার আছে পাণ্ডবেশ্বর বিধান সভা কেন্দ্রে।এখানে মোট ভোটার ২১১৪৯৯জন। এছাড়া দুর্গাপুর পুর্বতে ভোটার সংখ্যা ২৫৬১০৭, রানীগঞ্জে ২৫০৪০৯ জামুড়িয়ায় ২২১১১৬ কুলটিতে ২৫০৯৯৮ এবং বারাবনিতে ২২৫২৩৮ জন ভোটার আছেন। বারাবনির মতো গ্রামীণ বিধানসভাতে ও পুরুষদের তুলনায় মহিলা ভোটার এবার বেড়েছে ।পুরুষভোটার যেখানে এক বছরে বেড়েছে ২৩৯৯ সেখানে এই কেন্দ্রে মহিলা ভোটার বেড়েছে ৩৪৬২জন বলে নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে।
ভোটার তালিকা থেকে জানা যাচ্ছে গত এক বছর আগে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা যেখানে জেলার নয় বিধানসভায় ছিল ৫০ জন এবার তা কমে ৪৮ হয়েছে। দুর্গাপুর পূর্বে গতবছর পাঁচজন তৃতীয় লিঙ্গের ভোটার থাকলেও এবার একজন হয়েছে। সবচেয়ে বেশি তৃতীয় লিঙ্গের ভোটার আছে উত্তর আসানসোলে ১৪ ,কুলটিতে ১১ এবং আসানসোল দক্ষিণ ১০বলে জানা গেছে।
তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের মুখপাত্র এবং আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন আমার বিধানসভাবিধানসভাতে গত এক বছরে সবচেয়ে বেশি মহিলা ভোটার সংখ্যা বেড়েছে ।আমরা মনে করি রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের ঘরের থেকে বাইরের সবকিছুতে যেভাবে সম্মান ও সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে এসেছেন এবং স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে মহিলাদের নামে কার্ড করে দিয়ে তাদের সম্মান যেভাবে দিয়েছেন তাতে আগ্রহী মহিলারা আরো বেশি করে ভোটার হিসেবে এগিয়ে এসেছেন। তারাচান ঘরের মেয়ে মমতাকে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনতে। অন্যদিকে বিজেপির নয় জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন গত দশ বছরে শুধু এই জেলাতেই রাজ্যের অন্যান্য জায়গায় মহিলারা বারবার আক্রান্ত হয়েছেন। তাদের কোনো রকম সুযোগ-সুবিধা তারা পাননি ।তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী কে সরাতেই মহিলারা ভোটে নাম তোলার জন্য অনেক বেশি করে আগ্রহ দেখিয়েছেন।