ASANSOLBengali News

ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সঙ্গবদ্ধ হওয়ার আহ্বান

আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হল দুটি নাটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : মানবাধিকার কর্মী জয়ন্ত বসু ও ড: মুক্তেশ ঘোষ স্মরণে আসানসোলে জেলা গ্রন্থাগার এর সংহতি মঞ্চে আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হল দুটি নাটক।

প্রথম নাটকটি ছিল কাঁচড়াপাড়া পথসেনার নাটক ‘ ফালতু’।নাটকে কোভিড অতিমারীর সময় জনগণের কষ্ট, রাষ্ট্রের উদাসীনতা তুলে ধরা হয়।
অন্য নাটকটি ছিল আসানসোল কালচারাল ফ্রন্টের ‘মেড ইন ইন্ডিয়া’।মূলত ওই নাটকের মাধ্যমে ধর্মের নাম মেরুকরণের রাজনীতি ও দেশ বেচার বিরুদ্ধে শোষিত মানুষকে প্রতিরোধের ডাক দেওয়া হয়।

বিশিষ্ট মানবাধিকার কর্মী জয়ন্ত বসু ও ড: মুক্তেশ ঘোষ এর স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানে পথসেনার গানের দল গণসংগীত পরিবেশন করে।

Leave a Reply