ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsKULTI-BARAKARPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা।
তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। তবে এখনও পর্যন্ত জেলার ৯ টি আসনের প্রার্থী অন্য দল ঘোষণা করেনি। খুব শীঘ্রই বিজেপি এবং অন্যান্য দলগুলিও প্রার্থী ঘোষণা করতে পারে বলে সম্ভাবনা প্রবল। সবার নজর এবার বিজেপির দিকে। যদিও বিজেপি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি কিন্তু এই সম্ভাব্য প্রার্থী নিয়ে জনমানসে আলোচনা এবং চর্চা জোরকদমে চলছে।

বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা কৃষ্ণা প্রসাদ শ্রম ও আইনমন্ত্রীর বিপরীতে আসানসোল উত্তরের থেকে প্রার্থী হতে পারেন এমন সম্ভাবনা রয়েছে। জিতেন্দ্র তিওয়ারিকে পাণ্ডবেশ্বর বা রানীগঞ্জে টিকিট দেওয়া হতে পারে। আসানসোল দক্ষিণে, বিজেপির অগ্নিমিত্রা পালকে তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সায়নি ঘোষের মুখোমুখি প্রার্থী করা হতে পারে। জামুড়িয়ায় শঙ্খ বিশ্বাস বা রাজু ঝাকে প্রার্থী করা যায়। তবে বিজেপি কর্তৃক আধিকারিক ঘোষণা না হওয়া পর্যন্ত এই সম্পর্কে সঠিক কিছু বলা যায় না।

বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা :

আসানসোল উত্তর – কৃষ্ণ প্রসাদ

আসানসোল দক্ষিণ – অগ্নিমিত্র পাল

রানীগঞ্জ – পার্থ ঘোষ

জামুড়িয়া – শঙ্খ বিশ্বাস

পাণ্ডবেশ্বর: জিতেন্দ্র তিওয়ারি

কুলটি: অভিজিৎ আচার্য

বারাবনি: অরিজিৎ রায়

দুর্গাপুর পূর্ব: কর্নেল দীপ্তংশু চৌধুরী

দুর্গাপুর পশ্চিম: লক্ষণ ঘোড়ুই

Leave a Reply