ASANSOLHealth

Asansol জেলা হাসপাতালে তৈরী হবে RT-PCR ল্যাব

পশ্চিম বর্ধমান জেলায় করোনায় মৃত্যু ৫০ ছুঁলো, আক্রান্তের সংখ্যা ৬২৯৯

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ সেপ্টেম্বরঃ পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০ ছুঁলো। সোমবার রাতে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছে, জেলায় করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। জেলায় এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬২৯৯ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৯ জন। সোমবার রাত পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২৫৪ জন। রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা ৭৯ জন। জেলায় এই মুহুর্তে এ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৯৯৫ জন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি।

ASANSOL DISTRICT HOSPITAL
ASANSOL DISTRICT HOSPITAL


এদিকে, আসানসোল (ASANSOL) জেলা হাসপাতালে তৈরী করা হবে আরটি পিসিআর (RT-PCR) ল্যাব। রাজ্য সরকারের ওয়েষ্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড বা ডব্লুবিএমএসসিএল এই ল্যাব তৈরী করবে বলে জানা গেছে। জেলা হাসপাতালের যেখানে প্যাথোলজিক্যাল ল্যাব আছে, সেখানেই আরটি পিসি আর ল্যাব করা হবে বলে জানা গেছে। দ্রুত এই ল্যাবের জন্য পরিকাঠামো তৈরীর কাজ শুরু করা হবে। এই ল্যাব তৈরী করা হলে, করোনার জন্য লালারস বা সোয়াব পরীক্ষার জন্য অন্য কোথাও পাঠাতে হবেনা। জেলা হাসপাতালেই তা করা হবে। এখন লালারসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দূর্গাপুরের কোভিড ১৯ হাসপাতাল , বর্ধমান মেডিকেল কলেজ বা কলকাতায় পাঠাতে হচ্ছে। যারজন্য রিপোর্ট আসতে বেশ কিছুদিন সময় লেগে যাচ্ছে। আইসিএমআর ইতিমধ্যেই এই ল্যাব তৈরীর জন্য অনুমোদন দিয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

Leave a Reply