ASANSOLBengali News

স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারার মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। নিজের স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে মারার মামলায় দোষী প্রমাণিত হওয়ার পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হলো ।শুক্রবার আসানসোলের জেলা আদালতে এমন নির্দেশ দিয়েছেন বিচারক সাকেত কুমার ঝা ।

এই কেসের সরকারি আইনজীবী তাপস উকিল জানান ২০০৯  সালে রানীগঞ্জের চাপুই গ্রামের দীপক রুইদাস এর সাথে বীরভূমের খয়রাশোল থানার পাচরা গ্রামের সুজাতা বিয়ে হয়।বিয়ের পর থেকেই তার উপর নানান ধরনের অত্যাচার চলত। ২০১৩ সালের ১৬ ই আগস্ট অগ্নিদগ্ধ অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দশ দিন পর সুজাতা মারা যান।

মৃত্যুর আগেই সরকারি চিকিৎসকের কাছে তিনি জবানবন্দি দিয়ে জানান তার স্বামী তাকে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে মেরে ফেলার উদ্যোগ নেয়। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে সেই সঙ্গে তার দুই দেওর দুই জা এবং তার প্রথম পক্ষের  মৃত স্ত্রীর  এক  সন্তানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তে নামে। আদালতে ২২ জন সাক্ষ্য দেয়। সেই সাক্ষী দানের পর বিচারক খুন ও পণপ্রথা আইন অনুযায়ী শুক্রবার দিন দীপক কে যাবদজীবন কারাদণ্ড নির্দেশ দিয়েছেন। বাকিদের অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে।

Leave a Reply