Bengali NewsWest Bengal

ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম

বেঙ্গল মিরর, কোলকাতা : কমিশনের বেঁধে দেওয়া সময় সুচির আগেই কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কলকাতা পুরসভার মুখ‍্য প্রশাসক বাজ‍্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।তিনি শনিবার তার পদত‍্যাগ পত্র সচিব খলিল আহমেদের কাছে পাঠিয়ে দিয়েছেন বলেই খবর।

firhad hakim

যদিও এ বিষয়ে একটি কথাও বলেননি বিদায়ী পুর প্রশাসক ফিরহাদ হাকিম।রাজ‍্যের বিরোধী দলের এক নেতা আইনজীবী মুখ‍্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষন করে প্রশ্ন তুলেছিলেন রাজ‍্যে বিধানসভা ভোটের আচরন বিধি লাগু হয়েছে অথচ 112 টি পুরসভাতে রাজনৈতিক ব‍্যাক্তিরাই পুরপ্রশাসক পদে রয়েছেন।এক্ষেত্রে ভোট প্রভাবিত হতে পারে।

এই অভিযোগ পাওয়ার পরেই কমিশন বিষয়টির গুরুত্ব বুঝে রাজ‍্যের মুখ‍্যসচিবকে আলাপন বন্দ‍্যোপাধ‍্যায়ের কাছে একটি নির্দেশ পাঠান ও তা কার্যকর করার সময় বেঁধে দেন সোমবার পর্যন্ত।সেই মতো পদ থেকে অপসারিত হওয়ার আগেই নিজে থেকেই ফিরহাদ হাকিম সরে দাড়ালেন বলেই মনে করছেন অনেকে।উল্লেখ‍্য রাজ‍্যের 112 টি পুরসভার মেয়াদ শেষ হয়ে গেছে অনেকদিন আগেই।কোনটিরই নির্বাচন করেনি রাজ‍্য সরকার।প্রশাসক বসিয়ে সে গুলির কাজ চালিয়ে যাচ্ছে।বিরোধীদের অভিযোগ এই সব পুরসভা গুলির প্রশাসক থেকে শুরু করে ওয়ার্ড সমন্বয় কারী হিসেবে কাজকর্ম দেখাশোনার জন‍্য অধিকাংশ ক্ষেত্রেই বিদায়ী কাউন্সিলারদের রেখে দিয়েই কাজ কর্ম চলছিল।আর এখান থেকেই নির্বাচনে তার প্রভাব খাটানোর অভিযোগ তুলেছিল বিরোধীরা।আসানসোল পুরনিগমও চলছে প্রশাসক দিয়েই।এখানকার পুর প্রশাসককে তৃণমূল কংগ্রেসের একাধিক নির্বাচনী কার্যক্রমে উপস্থিত থাকতেও দেখাযাচ্ছে সেক্ষেত্রে নির্বাচনে প্রভাব খাটানোর তত্বটি মেনে তিনি কি করেন সে দিকে তাকিয়ে শহরবাসী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *