প্রাক্তন সিপিএম কাউনসিলর বিজেপিতে যোগ দিলেন
বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল: জামুড়িয়ার প্রাক্তন সিপিএম কাউনসিলর বিষ্ণু পাঠক শনিবার বিজেপিতে যোগ দিলেন আসানসোলের বিজেপির দলীয় অফিসে এসে। সিপিএমের থেকে এলাকার উন্নয়ন করা যায় না তাই তিনি বিজেপিতে এলেন বলে দাবি করেন। অন্যদিকে সিপিএমের জামুড়িয়ার নেতা তাপস কবি বলেন উনি ২০০৫এ আমাদের কাউন্সিলর ছিলেন। দু’বছর আগে তার দলের সদস্য পদ নবীকরণ করা হয়নি।এখন উনি সিপিএম দলে ছিলেন না।