ASANSOLBengali News

রেলপার এলাকায় কৃষ্ণেন্দুর উপরে পাথর ছোড়ার অভিযোগ

উৎপল সিনহা বলেন এরসাথে তৃণমূলের কোন যোগাযোগ নেই

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত তথা রাজা, আসানসোল। আসানসোল উত্তর থানা অন্তর্গত উত্তর বিধানসভা এলাকায় ওকে রোডে বিজেপির একটি অফিসে  ওই বিধানসভারপ্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় স্থানীয় কয়েকজন নেতাকে নিয়ে বৈঠক শুরু করেছিলেন রাত্রি নটা নাগাদ ।বৈঠক শুরু হওয়ার কিছু পরেই আচমকা বাইরে থেকে তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপক পরিমাণে পাথর ছোড়া শুরু করে বলে অভিযোগ করেন কৃষ্ণেন্দু। অবস্থা এতটাই খারাপ হয় যে তারা সেখান থেকে সভা না করে সোজা উত্তর থানা এলাকায় চলে যান এবং সেখানে এখনও থানা ঘেরাও করে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ চলছে।

কৃষ্ণেন্দু বলেন তৃণমূল আসলে বুঝে গেছে এখানে হারবে তাই এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে । আর পুলিশকে সব বলার পরও তারা নীরব থাকছেন । বরং ওই এলাকার স্থানীয় কিছু মানুষ যারা ঢিল ছুটছিল তাদের বারণ করল তারা শোনেননি ।অন্যদিকে তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি উৎপল সিনহা বলেন এরসাথে তৃণমূলের কোন যোগাযোগ নেই এবং আদৌ কি ঘটেছে তাও আমরা জানি না। এটা বলতে পারবে পুলিশ।

Leave a Reply