ASANSOLBengali News

বস্তিবাসী শিশুদের সঙ্গে বসন্ত উৎসব

বেঙ্গল মিরর, আসানসোল: শান্তিনিকেতনে নয় বা কোন পার্কেও নয়, আসানসোলের আজ কিছু মানুষ বসন্ত উৎসব পালন করলেন শহরের প্রান্তিক অঞ্চলের বস্তিবাসী শিশুদের সঙ্গে ৷ দোলযাত্রা উপলক্ষে ইস্টার্ন রেলওয়ে হায়ার সেকেন্ডারী স্কুলের বিশ্বনাথ মিত্রের উদ্যোগে মহীশিলা গ্রামের বিজয় মাঝি ইঁটভাঁটা সংলগ্ন তিনটি বস্তির ১১০ জন বাচ্চাসহ মোট ১৫০ জন কে মধ্যাহ্নভোজন করানো হল ৷

তার সঙ্গে ছিলেন মহীশিলার ‘অ আ ক খ ক্লাব’ সদস্যরা ৷ এদিন সকালে সেখানে মিলন সংঘ ক্লাব প্রাঙ্গণে বাচ্চাদের সঙ্গে দোল উৎসবে মেতে উঠেছিলেন আয়োজকরা ৷ পরে দুপুরে সবাই পাত পেতে খেল ভাত সহযোগে ডিমের কারি, আলুর দম, ডাল! টম্যাটোর চাটনি এবং রসগোল্লা ৷


উল্লেখ্য, আইনজীবী আশিস মুখার্জি , রেলের কমার্সিয়াল বিভাগের কর্মী রূপা ঘোষাল, রেলের মেন্স কংগ্রেসের সেক্রেটারী রাম প্রসন্ন ঘোষ, অতনু চক্রবর্তী ছাড়াও মহীশিলা অ আ ক খ ক্লাবের সদস্য রূপক বসাক এবং শিক্ষক অজিত মাজি আজকের অনুষ্ঠানের যাবতীয় ব্যয় ভার বহন করেছেন ৷

মিলন সংঘের সেক্রেটারী সুকুমার বাদ্যকর জানালেন বিশ্বনাথবাবু এবং অ আ ক খ ক্লাব লকডাউনের সময় একাধিকবার তাদের সাহায্য করেছেন ৷ রূপা ঘোষাল বলেন, এই ধরণের যে কোন মহৎ কাজে তিনি আগামীদিনেও সর্বদা মানুষের পাশে থাকবেন ৷ অ আ ক খ ক্লাবের প্রসেনজিৎ, অনির্বাণ, অভিষেক, সঞ্জয় ও অন্যান্য সদস্যরা বাজার থেকে শুরু করে রান্না যাবতীয় সমস্ত সব নিজের কাঁধে তুলে নিয়েছিল ৷ প্রসেনজিৎ দাস এ প্রসঙ্গে জানালেন, বিজয় মাঝি ইঁটভাঁটা বস্তি ছাড়াও বাদ্যকর পাড়া এবং জল ট্যাংকি বস্তির বাচ্চাদের জন্যও ভরপেট খাবারের আয়োজন ছিল ৷ সাগর, জয়, রিয়া, পল্লবী বা পুজার মত ছোট ছোট শিশুরা আনন্দে আত্মহারা এইরকম ভাবে দোল উৎসব কাটাতে পেরে ৷

Leave a Reply