ASANSOL

ভবঘুরেদের সাথে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের দোল উৎসব

বেঙ্গল মিরর, আসানসোল : অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর সদস্যরা আজ আসানসোল স্টেশন চত্বরে ভবঘুরেদের সাথে দোলে মাতলেন । বুম্বা মুখার্জি ও মহুয়া মুখার্জি বলেন আজ ভবঘুরে দের পলাশের রঙ্গে আমরা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর সদস্য সদস্যারা রঙ্গিন হয়ে উঠেছিলাম ।

আজ দোলের দিনে আমরা প্রাকিতিক ( হার্বাল) রঙ্গে সবাই কে রাঙ্গিয়ে তুলেছিলাম রাস্তার অবহেলিত শিশুরা আজ আনন্দে মেতে উঠেছিল তাদের চোখে ছিলো খুশির ফুলঝুরি তাঁরা কোনদিন ভাবতেই পারে নি যে কেউ তাদের এভাবে আপন করে নিয়ে এই দোলের দিনে রাঙ্গিয়ে তুলবে তাঁদের বাঁধ ভাঙ্গা আনন্দ দেখে খুশিতে চোখে জল এসে গেছিলো প্রাকিতিক রংগ এর সাথে ওদের জন্য কিছু খাবার এর ব্যবস্থা করেছিলাম আর ছিলো বিস্কুট, মিষ্টি, চকোলেট প্রায় দুইশত (200)ছেলেমেয়ে দের মধ্যে বিতরণ করা হোল

কবির গানে গাইতে ইচ্ছে করছে
💐 ওরে গৃহ বাসি খোল দ্বার খোল
লাগলো যে দোল
স্থলে জলে বনতলে
লাগলো যে দোল
আজ আকাশ প্রাকিতিক রঙ্গের ছোয়ায় রঙ্গিন হয়ে উঠেছিল ।
অবশেষে আবার কবির গানেই
রাঙ্গিয়ে দিয়ে যাও যাও
যাও গো এবার যাবার আগ

Leave a Reply