ASANSOLBengali News

আসানসোল জেলা বার অ্যাসোসিয়েশন এর নতুন কমিটি গ্রহণ করল দায়িত্বভার

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
বুধবার ২৪ শে মার্চ অনুষ্ঠিত আসানসোল জেলা বার অ্যাসোসিয়েশন এর নির্বাচনে জয়ী নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করল । বার অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে শংসাপত্র প্রদান করা হয়।

এর পরে আসানসোল জেলা আদালতে আইনজীবীদের সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়। উল্লেখ্য যে, ২০২১ সালে আসানসোল বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে রাজেশ তিওয়ারি, সেক্রেটারি পদে বাণী কুমার মণ্ডল, সহকারী সচিব পদে মনিপদ্ম বন্দ্যোপাধ্যায় এবং
সুপ্রিয় হাজরা, সহ- সভাপতি পদে অভিজিৎ রায়,
সনাতন ধারা,
কোষাধ্যক্ষ হিসাবে শান্তনু বন্দ্যোপাধ্যায়, অডিটর পদে প্রলয় চ্যাটার্জী এবং একজিকিউটিভ মেম্বার পদে অভয় গিরি, অনুপ মুখোপাধ্যায়, ধীরেন চৌধুরী, অয়ন রঞ্জন মুখার্জি, ঐন্দ্রিলা চক্রবর্তী, রিতা কবি এবং উজ্জল কান্তি মন্ডল জয়লাভ করেছেন।

Leave a Reply