ASANSOLBengali NewsCOVID 19

জেলায় গত ৪৮ ঘন্টার মধ্যে করোনায় দুজনের মৃত্যু

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত আসানসোল: পশ্চিম বর্ধমান জেলায় করোনায় গত 48 ঘন্টার মধ্যে 2 জন মারা গেছেন। গত ২৪ ঘন্টার মধ্য়ে, জেলায় এক জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং 79 জন সংক্রমিত হয়েছেন। গত ৪ দিনে জেলায় 372  জন আক্রান্ত হয়েছে। জেলায় সক্রিয় আক্রান্তের সংখ্যা 644 এ পৌঁছেছে। এ পর্যন্ত জেলায় মোট 17 হাজার 371 জন সংক্রামিত হয়েছে। যার মধ্যে 16555 জন সুস্থ হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মোট 172 জন মারা গেছে। গত 4 দিনে যেভাবে সক্রিয় রোগীদের সংখ্যা বেড়েছে। এতে প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে।

Leave a Reply