ASANSOLASANSOL-BURNPURBengali News

বিজেপির জেলা কার্যালয়ে বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল: দুর্গাপুরে বিজেপির যুব মোর্চার নেতা জিৎ চক্রবর্তী শিখ ধর্মকে অপমান করেছেন এমনই অভিযোগে আসানসোলে বিজেপির জেলা কার্যালয়ে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল শিখ সমাজের মানুষজন। বুধবার বার্নপুর গুরুদুয়ারা প্রবন্ধন কমিটির সম্পাদক সুরিন্দর সিংয়ের নেতৃত্বে শিখ সমাজের মানুষজন জেলা কার্যালয়ে যান এবং সেখানে তারা বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি তুলে দেন জেলা সভাপতির হাতে।


শিখ সমাজের মানুষজনের দাবি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল যেখানে দেখা যাচ্ছে নোংরা ছবির মধ্যে শিখ সমাজের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর এই ছবিতে শিখ ধর্মকে অপমান করার অভিযোগ তুলে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই বিজেপি যুব মোর্চা নেতার বিরুদ্ধে।


যদিও বিজেপির জেলা সভাপতি শিবরাম বর্মনের দাবি ঘটনা জানাজানি হতেই প্রথমে ওই যুব নেতাকে শোকজ করা হয় এবং তার পরে তাকে সাসপেন্ড করা হয়েছে। শিবরাম বাবু আরো জানিয়েছেন ব্যক্তিগত কারও বিরুদ্ধে দোষারোপ, দলের বিরুদ্ধে বর্তায় না। আগামী দিনে আইনগত ব্যবস্থা নিলে শিখ সমাজকে সম্পূর্ণরূপে বিজেপি সহযোগিতা করবে বলে কথা দিয়েছেন তিনি।

Leave a Reply