সাংবাদিকদের বিভ্রান্ত করায় ক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল: আজ সন্ধ্যা ৬ টা ১৫ নাগাদ দুর্গেশ নাগি নামে জনৈক বিজেপি কর্মী সাংবাদিক সম্মেলনের তথ্য দেন একটি গ্রুপে। সেই মোতাবেক নির্দেশিত সিটি রেসিডেন্সি হোটেলে ৫০ জনের বেশী সাংবাদিক পৌঁছায়। অথচ হোটেল কর্তৃপক্ষ জানায় এমন কোনও তথ্য তাদের জানা নেই। বারবার দুর্গেশ নাগিকে ফোন করা হলে তিনি ফোন ধরেন নি। সাংবাদিকদের এভাবে কেন বিভ্রান্ত করা হল? পরে তিনি ওই গ্রুপেে মেসেজ দেন আর ক্ষমা চান বলেন ওনাকে ভুল মেসেজ দেওয়া় হয়েছিল য তাই এই বিভ্রান্ত সৃষ্টিি হয়।



