ASANSOLBengali News

মলয় ঘটক এর বিরুদ্ধে আনা মোঃ মোস্তাকিম এর অভিযোগ ভিত্তিহীন : মুনীর বেগ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :সম্প্রতি, কংগ্রেস দল ছেড়ে তৃণমূল পার্টিতে যোগদানকারী সিনিয়র নেতা এবং আইনজীবী মুনির বেগ তার সমর্থকদের সঙ্গে আসানসোল উত্তর থেকে যুক্তফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী মোহাম্মদ মোস্তাকিমের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী তথা আইনমন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, এ বিষয়ে মোহাম্মদ মুস্তাকিমের বিরুদ্ধে আইনী ব্যবস্থাও নেওয়া হবে। আসানসোল ভগত সিং মোড়ে অবস্থিত হোটেল প্রিয়াঙ্কা ইন্টারন্যাশনালে এক সংবাদ সম্মেলনের সময় তিনি এসব কথা বলেন। তিনি তাঁর কাছে রাখা এই জাতীয় অনেক তথ্য সমৃদ্ধ কাগজপত্র দেখান, যার মধ্যে মোস্তাকিমকেও অনেক মামলায় অভিযুক্ত দেখানো হয়।

মুনির বেগ বলেন যে যতই মিথ্যা অভিযোগ করুক না কেন পশ্চিমবঙ্গে কেবল তৃণমূল কংগ্রেসের সরকার গঠিত হবে। অনুষ্ঠানে আসানসোল জেলা আদালতের সিনিয়র আইনজীবী সোমনাথ চট্টরাজ, অয়নজিৎ বন্দ্যোপাধ্যায়, তারিখ আনজুম, রব নওয়াজ খান, আরফাত নাসির প্রমুখ তৃণমূল সমর্থকরা উপস্থিত ছিলেন। বস্তুত: উল্লেখ্য, রবিবার আইএসএফ প্রার্থী মোহাম্মদ মোস্তাকিম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মলয় ঘটক সম্পর্কে অনেক গুরুতর অভিযোগ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *