ASANSOLBengali News

জেলায় করোনা ভাইরাসের প্রকোপে 4 জনের মৃত্যু

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমানে করোনা ঝড় অব্যাহত রয়েছে। সোমবার রাতে প্রকাশিত বুলেটিন অনুসারে, গত 24 ঘণ্টার মধ্যে জেলায় করোনা সংক্রামিত 4 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট 850 জন সংক্রামিত হওয়ার পরে, সক্রিয় সংক্রামিত মানুষের সংখ্যা 6930 তে পৌঁছেছে। একই সময়ে, জেলায় সংক্রামিত ব্যক্তিদের মোট সংখ্যা 32776 পৌঁছে গিয়েছে। যদিও মৃতের সংখ্যা 206 হয়েছে।

এদিকে, 868 জন সংক্রামিত ব্যক্তির সুস্থ হবার পরে মোট সুস্থ মানুষের সংখ্যা 25440 এ পৌঁছেছে। তবে স্বস্তির বিষয় এটাই যে সুস্থ মানুষের সংখ্যাও বেড়েছে। একই সাথে করোনা সংক্রমণ বেড়ে চলার ধারাবাহিকতা বিবেচনায় করে বাজার খোলার জন্য সময় নির্ধারণ করেছে প্রশাসন। প্রয়োজনীয় পরিষেবা, ওষুধ বাদে সবাইকে নির্ধারিত সময় অনুযায়ী দোকান খোলার নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply