BARABANI-SALANPUR-CHITTARANJAN

পুনর্বাসনের দাবী নিয়ে বেগুনিয়া কোলিয়ারিতে বিক্ষোভ

পুনর্বাসন দেওয়ার দাবী জানিয়ে বেগুনিয়া কোলিয়ারির এজেন্ট অফিসের সামনে এলাকায়বাসীর বিক্ষোভ প্রদর্শন:-

বেঙ্গল মিরর ,বারাবনি, কৌশিক মুখার্জী:-
বেগুনিয়া কোলিয়ারি এলাকায় 70 বছর ধরে বসবাসকারী কোরা পাড়া ও ভূঁইয়া পাড়া লোকদের জোর পূর্বক উচ্ছেদের খবর আসতেই পশ্চিমবঙ্গের ভূঁইয়া সমাজ কয়েক হাজার লোক নিয়ে বেগুনিয়া কোলিয়ারি এজেন্ট অফিসের সামনে কোভিডের সমস্ত নিয়ম মেনে বিক্ষোভ সমাবেশ করেন।এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিন্টু ভূঁইয়া।প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ চলার পর গ্রামের মানুষের সুবিধা অসুবিধার কথা খনির এজেন্ট ম্যানেজারের কাছে বলা হয় যে এরা সেই সকল শ্রমিক পরিবারের যারা যখন কলিয়ারী তৈরির সময় দূরে পালিয়ে গেছিল তখন এদের পূর্বপুরুষেরা নিজেদের প্রানের আহুতি দিয়ে এই কোলিয়ারি গঠন করেছিলেন।নিজেদের কঠোর পরিশ্রমের ফলে জাতীয় করণ থেকে শুরু করে মহরত্ন অবধি পৌঁয়েছে।আজ তাদের বিধবা স্ত্রী বা অসহায় পুত্র কন্যা মহরত্ন সংস্থা ঝুগি বস্তিতে বসবাস কারী অসহায় মানুষদের জোর করে গৃহহীন করার চেষ্টা করছে।
এদিন সিন্টু কুমার ভূঁইয়া বলেন যে তাদের পুনর্বাসন না দেওয়া পর্যন্ত দরিদ্র অসহায় শ্রমিকদের উচ্ছেদ করতে দেওয়া যাবে না।
আবার যদি ক্ষমতার বলে তাদের সেখান থেকে সরিয়ে ফেলার প্রচেষ্টা করা হয়,তবে ইসিএলের সমস্ত কোলারিগুলির সামনে ভূঁইয়া সমাজ উত্থান সমিতি ধর্ণা প্রদর্শন করবে।

Leave a Reply