ASANSOL

মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের খুশিতে বস্তিন বাজারে লাড্ডু বিতরণ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
মমতা বন্দ্যোপাধ্যায় আজ তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। আর সেই খুশিতে তৃণমূল কর্মীদের মধ্যে বয়ে যায় আনন্দের ঢেউ । আসানসোল বস্তিন বাজার তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে একশ কিলোগ্রাম লাড্ডু বিতরণ করা হয়। পুরো বস্তিন বাজারে এবং আশেপাশের দোকানে লাড্ডু বিতরণ করা হয়। বস্তিন বাজার মোড়ে আতশবাজি পোড়ানো হয় । এই সময়ে পুতুল ভাই, মনোজ রজক, সৈয়দ রশিদ, মুকেশ ঝা, আসলাম, সাজিদ আনসারী, মোহাম্মদ চাঁদ, মান্নু, মনু সহ প্রচুর সংখ্যক তৃণমূল সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply