ASANSOLASANSOL-BURNPURKULTI-BARAKAR

আসানসোল কর্পোরেশনে শববাহী গাড়িকে সবুজ পতাকা দেখিয়ে রওনা করা হল; আগামীকাল বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল পৌর কর্পোরেশন সদর দফতর থেকে শববাহী গাড়িকে সবুজ পতাকা দেখিয়ে রওনা করানো হয়। পৌর কর্পোরেশনের চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জী, বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, পূর্ণশশী রায় , শ্যাম সোরেণ, তাবাসসুম আরা গাড়িটিকে সবুজ পতাকা দেখিয়ে রওনা করেন ।

চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জী এবং বোর্ড সদস্য অভিজিৎ ঘটক বলেছেন যে করোনার সাথে মোকাবেলা করা আমাদের অগ্রাধিকার। এ জাতীয় চারটি গাড়ি আনা হয়েছে। আজ দুটি গাড়িকে চালু করা হল। আগামী সপ্তাহে আরও দুটি গাড়িকে চালু করা হবে। মানুষকে করোনা সম্পর্কে সচেতন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশন ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে । আগামীকাল একটি সভা অনুষ্ঠিত হবে, করোনা মোকাবিলা করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Leave a Reply