LatestWest Bengal

রাজ্যে ১৮ জন IPS অফিসারের বদলি, পুরুলিয়া এসপি কে সরানো হল, অজয় নন্দ, ডিপি সিং কেও বদলি করা হল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
রাজ্য পুলিশ ২৭ জন IPS অফিসার বদলির ২৪ ঘন্টার মধ্যে ফের ১৮ জন আইপিএস অফিসারকে বদলির নির্দেশ জারি করেছে। শিলিগুড়ি ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনারকে বদলি করা হল।

ব্যারাকপুরের সিপি অজয় ​​কুমার নন্দ কে এডিজি সিআইএফ, শিলিগুড়ির সিপি দেবেন্দ্র প্রকাশ সিং কে কলকাতা পুলিশের এডিশনাল সিপি নিযুক্ত করা হয়েছে। একই সময়ে ঝাড়গ্রামের এসপি ইন্দিরা মুখোপাধ্যায় এর বদলি বাতিল করা হয়েছে। ধৃতিমান সরকারকে ঝাড়গ্রাম এসপির পরিবর্তে ব্যারাকপুরের ডিসি নর্থ জোন করা হয়েছে। পুরুলিয়া এসপি বিশ্বজিৎ মাহাতোকে সিও ইএফআর ১ নম্বর ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।

অফিসারদের তালিকা দেখুন

IPS का ताबदला

Leave a Reply