Bengali NewsPANDESWAR-ANDAL

শুট আউট এ্যাট পান্ডবেশ্বর

বেঙ্গল মিরর, পাণ্ডবেস্বর:-শুটআউট ঘিরে এলাকায় ছড়ালো চাঞ্চল্য । শনিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে পান্ডবেশ্বরের জোয়ালভাঙ্গা রেলগেটের সামনে ।
ঘটনা সুত্রে জানা যায় এদিন রাত্রি সাড়ে আটটা নাগাদ দুর্গাপুর থেকে গাড়ি করে ফিরছিলেন ডালুরবাঁধের বাসিন্দা বেবি বেগম

। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল পেছনের সিটে বসেছিলেন বেবি দেবী । জোয়ালভাঙ্গা রেলগেটের সামনে গাড়িটি আসতেই কে বা কারা গাড়ি লক্ষ্য করে গুলি চালায় । গাড়িে দরজা ভেদ করে গুলি ভিতরে ঢুকলে ও তা লক্ষ্যভ্রষ্ট হয় । অল্পের জন্য বেঁচে গেছি বলে জানান বেবি দেবী । ঘটনার পরই তিনি অভিযোগ দায়ের করতে সোজা চলে আসেন পাণ্ডবেশ্বর থানায় ।

উল্লেখ্য , প্রয়াত নুরে আলমের স্ত্রী বেবি বেগম । এক সময় বেআইনি কয়লা ব্যবসার সাথে যুক্ত থাকার অভিযোগ ছিল নূরে আলমের নামে । থানার সামনে দাঁড়িয়ে বেবি দেবী জানান কে বা কারা গুলি চালিয়েছে বলতে পারব না । তবে আমাদের অনেক শত্রু আছে তাদের মধ্যে কেউ এই কাজ করে থাকতে পারে । অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।

Leave a Reply