Bengali NewsLatestPoliticsWest Bengal

মমতার মন্ত্রিসভার শপথ গ্রহণ, মন্ত্রী হিসেবে আনা হল একাধিক নতুন মুখ

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বার বাংলার মসনদে আবার তৃণমূল কংগ্রেস।
এর আগে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। বিধায়করাও বিধানসভায় শপথ নিয়েছেন। বিমান বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্যে অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন । তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সভায় এবারে রয়েছে একাধিক নতুন মুখ। প্রার্থীদের মতই মন্ত্রী পদে চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র মারফত জানা গিয়েছে , স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দফতর ফের নিজের হাতেই রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় জায়গা না হলেও ফের অর্থমন্ত্রী হচ্ছেন অমিত মিত্রই। আগামী ছয় মাসের মধ্যে তাঁকে জিতিয়ে আনার সম্ভাবনা রয়েছে। নতুন ও পুরনো মিলিয়ে মন্ত্রিসভা গঠন হওয়ার সম্ভাবনা থাকলেও বাদ পড়েছেন অনেক মুখই।এবারের তালিকায় রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী। প্রতিমন্ত্রী রয়েছেন ৯ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন। মোট ৪৩ জন শপথ নিলেন।

একনজরে দেখে নিন –

পূর্ণমন্ত্রী

১) সুব্রত মুখোপাধ্যায়
২) পার্থ চট্টোপাধ্যায়
৩) অমিত মিত্র
৪) সাধন পাণ্ডে
৫) জ্যোতিপ্রিয় মল্লিক
৬) বঙ্কিমচন্দ্র হাজরা
৭) মানসরঞ্জন ভুঁইয়া
৮) সৌমেন মহাপাত্র
৯) মলয় ঘটক
১০) অরূপ বিশ্বাস
১১) উজ্জ্বল বিশ্বাস
১২) অরূপ রায়
১৩) রথীন ঘোষ
১৪) ফিরহাদ হাকিম
১৫) চন্দ্রনাথ সিংহ
১৬) শোভনদেব চট্টোপাধ্যায়
১৭) ব্রাত্য বসু
১৮) পুলক রায়
১৯) শশী পাঁজা
২০) গোলাম রব্বানি
২১) বিপ্লব মিত্র
২২) জাভেদ আহমেদ খান
২৩) স্বপন দেবনাথ
২৪) সিদ্দিকুল্লাহ চৌধুরী

স্বাধীনদায়িত্বপ্রাপ্তপ্রতি মন্ত্রী

২৫) বেচারাম মান্না
২৬) সুব্রত সাহা
২৭) হুমায়ুন কবীর
২৮) অখিল গিরি
২৯) চন্দ্রিমা ভট্টাচার্য
৩০) রত্না দে নাগ
৩১) সন্ধ্যারাণী টুডু
৩২) বুলুচিক বরাইক
৩৩) সুজিত বসু
৩৪) ইন্দ্রনীল সেন

প্রতিমন্ত্রী

৫) দিলীপ মণ্ডল
৩৬) আক্রুজ্জমান
৩৭) শিউলি সাহা
৩৮) শ্রীকান্ত মাহাত
৩৯) সবিনা ইয়াসমিন
৪০) বীরবাহা হাঁসদা
৪১) জ্যোৎস্না মান্ডি
৪২) পরেশচন্দ্র অধিকারী
৪৩) মনোজ তিওয়ারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *