ASANSOLBengali News

ওষুধের যোগান ঠিক রাখতে, কালোবাজারী রুখতে অভিযান

বেঙ্গল মিরর, আসানসোল,  কাজল মিত্র ও সৌরদীপ্ত সেনগুপ্ত :-  কোভিড মহামারীর  এই ভয়াবহ  পরিস্থিতি তে অক্সিজেন এর পাশাপাশি ওষুধের যোগান ঠিক রাখতে, কালোবাজারী রুখতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও ড্রাগ কন্টোলারের যৌথ উদ্দোগে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালানো হল বৃহস্পতিবার ।আসানসোলে ওষুধের হোলসেলার থেকে শুরু করে সাধারন বিক্রেতা সমস্ত যায়গাই এই টিম পর্যবেক্ষণ চালায় বলে জানা গেছে জেলা প্রশাসন সুত্রে ।প্রতিটি দোকানে গিয়ে ওষুধের স্টোক এবং বিক্রি দাম সবকিছুই দেখা হচ্ছে ।

কারন করােনার সময়ে অত্যাবশ্যকীয় ওষুধের কৃত্রিম ঘাটতি রােধ করতে এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ।আসানসোল ,চিত্তরঞ্জন ,ডাবরমোড় কুলটি থেকে শুরু করে জেলার সর্বত্রই সাধারণ মানুষ বারবার অভিযােগ করছিল যে করােনা পজিটিভ হলে যেসব ওষুধ অত্যন্ত প্রয়ােজন সেগুলি ওষুধের দোকানে সময়মতাে পাওয়া যাচ্ছে না ।

এমনকি ভিটামিন সি , ডি এবং জিংক প্রয়ােজনমতাে মিলছে না । এই অবস্থায় ওষুধের দাম বেড়ে গেছে অনেকটাই । যাতে কোনভাবেই অন্তত করােনার সময়ে জরুরি ওষুধগুলির ঘাটতি না হয় তা দেখতেই জেলার সমস্ত দোকানে অভিযান চালানো হচ্ছে। কোন ব্যবসায়ী যাতে অত্যাবশ্যকীয় ওষুধ বেআইনিভাবে মজুদ না করে রাখেন সেই দিকটিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন।তাছাড়া কোভিড অতিমারি পরিস্থিতিতে বাজারে ওষুধের যোগান স্বাভাবিক রাখতে আগামী দিনেও এধরনের অভিযান চলবে বলে জানানঅভিযানকারীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *