ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

খনির কাজ বন্ধ করে বেসরকারি নিরাপত্তা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- লকডাউনের পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে নিজেদের চার দফা দাবি-দাওয়া নিয়ে খনির উৎপাদন ও সরবরাহের কাজ বন্ধ করে বুধবার আন্দোলনে নামলো ইসিএলের বেসরকারি নিরাপত্তা কর্মীরা।
চার দফা দাবি নিয়ে ইসিএলের সালানপুর এরিয়ার মোহনপুর খনির কাজ বন্ধ করে দেওয়া হয় আজ সকাল থেকে।লকডাউনের এই পরিস্থিতিতে এই বিক্ষোভের জেরে ক্ষণি কর্তৃপক্ষকে কিছুটা হলেও ক্ষতির মুখে পড়তে হয়।ছেদ পড়ে যায় কয়লা সরবরাহের কাজেও।


তাদের মূল দাবি ছিলো অবিলম্বে তাদের বকেয়া বেতন দিতে হবে তাছাড়া ২০১৮ সালে বেসরকারি নিরাপত্তারক্ষীদের বি- ক্যাটাগরি করে দেওয়া সত্বেও তাদের আজ পর্যন্ত সি-ক্যাটাগরি বেতন দেওয়া হচ্ছে এমনি চারটি দাবি নিয়ে বুধ বার বিক্ষোভ শুরু করা হয়।
প্রায় তিন ঘন্টা এ অবরোধ চলার পর সালানপুর এরিয়ার সিকিউ রিটি ইনচার্জ দিলীপ প্রসাদ এসে বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সফল হন।তিনি লিখত ভাবে বিক্ষোভ কারীদের দাবি মঞ্জুর করার পর অবরোধ তুলেনেন তারা।

Leave a Reply