DrinksRANIGANJ-JAMURIA

অবৈধ মদের পেটি সহ অভিযুক্ত গ্রেফতার

বেঙ্গল মিরর, রানীগঞ্জ, চরন মুখার্জীঃ- লকডাউন এর সময় মদ বিক্রি বন্ধ, এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিজের বাড়িতে কয়েক পেটি মদ কিনে চড়া দামে অবৈধভাবে বিক্রি করছে। গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ স্থানীয় তার বাংলা এলাকা থেকে কয়েকটি দেশি ও বিদেশি মদেরব পেটি উদ্ধার করে ও মদ বিক্রেতাকে গ্রেফতার করে নিয়ে যায়।

এছাড়াও ওই এলাকায় আর কেউ এই ধরনের মদ বিক্রি করছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিচ্ছে। পাশাপাশি আবগারি দপ্তরও সম্পূর্ণরূপে এই ধরনের তদন্তে লেগে পড়েছে। রানীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরো কোথাও মদ মজুদ করে রাখা আছে কিনা বা অন্য কোনো নেশা সামগ্রী রাখা আছে কিনা তা খোঁজ খবর নিয়ে আসানসোল আদালতে তাকে পেশ করা হবে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে স্থানীয় এলাকায়।।

Leave a Reply