ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

জেলায় করোনা সক্রিয় সংক্রমণ নিম্নমুখী , মৃত ২, আজ প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মিটিং

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমান জেলায় গত চব্বিশ ঘন্টার মধ্যে দুজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তবে ২৪ ঘন্টার মধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ছয় হাজারে। বুধবার সন্ধ্যায় রাজ্য সরকারী স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিন অনুসারে, গত ২৪ ঘন্টার মধ্যে জেলায় ৭৬১ জন সংক্রমিত হয়েছেন। আর এর পরেই আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫,৮৬৫। একই সংক্রমিত দু’জনের মৃত্যুর পরেই মোট মৃতের সংখ্যা ২৪২ তে পৌঁছে গিয়েছে।

একই সময়ে, ২৪ ঘণ্টায় ৮৭৮ জন সংক্রমিত ব্যক্তি সুস্থ হবার সাথে সাথে মোট সুস্থ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯,৭১০। একই সময়ে, জেলায় সক্রিয় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১১৯ জন কমে ৫৯১৩ তে নেমে এসেছ। তাৎপর্যপূর্ণভাবে, রাজ্য সরকার করোনা সংক্রমণ রোধ করতে ৩০ শে মে পর্যন্ত লকডাউন কার্যকর করেছে। লকডাউন কঠোরভাবে কার্যকর করার উপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রাজ্যের করোনা ক্ষতিগ্রস্থ জেলাগুলির ডিএমদের সাথে ভার্চুয়াল আলোচনা করবেন। বাংলার নয়টি জেলার ডিএম সেই তালিকায় রয়েছেন। পশ্চিম বর্ধমান জেলাও ওই বৈঠকের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে.

Leave a Reply