হেল্পলাইন নম্বর প্রকাশের সাথে- সাথে মানুষের পাশে TEAM ABHISHEK BANERJEE
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কূলটি ব্লকের অন্তর্গত সালানপুর নিমতলা তৃণমূলের দলীয় কার্যালয়ে জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি উদ্যোগে TEAM ABHISHEK BANERJEE এর পক্ষ থেকে কোরোনা মহামারীর এই ভয়াবহ মহুর্তে এলাকার মানুষের পাশে এসে দাড়িয়েছেন।তিনি নিজ কার্যালয়ে এক বৈঠকে সাংবাদিকদের মধ্যে দিয়ে এলাকাবাসী দের উদ্দেশ্য জানান যে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে সাবধানে থাকুন কেও অযথা আতঙ্কিত হবেন না,বিগত দিনের মতোই বিশ্বজিৎ চ্যাটার্জি আপনাদের পাশে আছি,তিনি একটি হেল্প লাইন নাম্বার সকলের উদ্দেশে প্রকাশ করেন যেখানে তিনি সরাসরি বলেন যে 9732270801 নাম্বরে ফোন করলেই যেকোনো অসুবিধা গ্রস্থ মানুষের পাশে আমরা ও আমাদের টিম অভিষেক ব্যানার্জি পৌঁছে যাবে ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![TEAM ABHISHEK BANERJEE](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/05/img-20210520-wa01012253023850645055431-500x290.jpg)
আপনাদের জন্য আমরা আমাদের এই তৃণমূলের কার্যালয়ে বিনা মূল্যে এম্বুলেন্স,বা গাড়ি,অক্সিজেন সিলিন্ডার, PPE KIT,অক্সি মিটার,মাস্ক গ্লাবস, সহ আপনার বাড়ি স্যানিটাইজ করার সব ব্যবস্থা রেখেছি ।তাছাড়া যদি কোরোনা আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু হয় তার পরিবার কে অবহেলা করবেন না,আমাকে মৃতদেহ সৎকার করা থেকে সেই পরিবার কে সমস্ত রকম সহযোগিতা করার দায়িত্ব আমাদের পক্ষ থেকে করা হবে ।তিনি সকলে এই বার্তা দেন যে সকলে সাবধানে থাকুন ভাল থাকুন সরকারি নিয়মনীতি মেনে চলুন ।অযথা কেউ বাড়ির বাইরে বেরোবেন না আর যদি জরুরি কাজে বাড়ির বাইরে যান অবশ্যই মাস্ক ব্যাবহার করুন ।