ASANSOL

রানীগঞ্জে পাশে আছি” প্রকল্পের উদ্বোধন

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি ও দিপরঞ্জন ব্যানার্জি : করোনার প্রথম ঢেউ এ টানা 21 দিন পরিষেবা দেওয়ার পর এবার দ্বিতীয় ঢেউ এ মানুষদের মুখে অল্প একটু হাসি ফোটাতে এবারও খনি অঞ্চলের সমাজ সেবায় ব্রতী হলো কোল্ড ফিল্ড কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি (Coalfield Community Welfare Society)। শনিবার রানীগঞ্জের বাসস্ট্যান্ডে সোসাইটির “পাশে আছি” প্রকল্পের উদ্বোধন পর্ব সারলেন রানীগঞ্জের বিধায়ক তথা আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদের (ADDA) চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, উক্ত অনুষ্ঠান পর্বে হাজির ছিলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, প্রকাশক বোর্ডের সদস্য তথা রানীগঞ্জ বোরো দুইয়ের দায়িত্বেে রয়েছেন পূর্ণশশী রায়, বিশিষ্ট সমাজসেবী প্রবীর সেনগুপ্ত প্রমূখ।।

বিধায়ক এদিনের এই অনুষ্ঠান পর্বে হাজির সামাজিক সংস্থার কাজের প্রশংসা করার পাশাপাশি আগামীতে যে কোনরকম সাহায্যের আশ্বাস দিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের। জানা গেছে এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে করোনাই আক্রান্ত যে সকল পরিবার রয়েছে সে সকল পরিবারের সদস্যদের বিনামূল্যে দুপুরের প্রোটিনসমৃদ্ধ খাবার সরবরাহ করা হবে। একই সাথে রানীগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় যেসকল ভবঘুরে ও গরীব দুঃস্থ অসহায় মানুষ রয়েছে, তাদের প্যাকেট বন্দি খাবার পরিবেশন করা হয় বিধায়ক এর হাত দিয়ে। প্রথম দিনে প্রায় 110 জন মানুষের হাতে এই ফুড প্যাকেট তুলে দেওয়া হয়। আগামীতেও এ ধরনের উদ্যোগ লাগাতার চলবে বলে জানিয়েছেন সংস্থার সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *