ASANSOLBengali NewsLatest

করোনা পরিস্থিতিতে ২ টি সেফ হোম, ৬ টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও : ২টি সেফ হোমের উদ্বোধন, করোনার লড়াইয়ে ৬ টি অ্যাম্বুলেন্স। রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ আসানসোল শহরে দুটি সেফ হোম তৈরি করেছে। এর সাথে জেলার জন্য ৬ টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। এটি উদ্বোধন করেন আইন ও পূর্ত বিভাগের মন্ত্রী মলয় ঘটক। অনুষ্ঠানে জেলা শাসক বিভু গোয়েল, পুলিশ কমিশনার অজয় ​​কুমার ঠাকুর, আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, অতিরিক্ত জেলা শাসক ড: অভিজিত শিভাগলে, বিধায়ক এবং এ ডি ডি এ চেয়ারম্যান তাপস ব্যানার্জি, লরিটি প্রিন্সিপাল মিসেস জর্জ, সেন্ট জোসেফ স্কুলের ফাদার জোসেফ পিটার, এসপি সেন্ট্রাল মানবেন্দ্র দাস, আসানসোল সাউথ থানার আইসি অভিজিৎ চ্যাটার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে মন্ত্রী মলয় ঘটক বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি করোনার বিরুদ্ধে লড়াই করছেন। বিহার উত্তর প্রদেশে, করোনার রোগীদের মৃত্যুর পরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তাপস ব্যানার্জি, গুরুদাস চ্যাটার্জী, মুকেশ ঝা, সৈয়দ রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://fb.watch/5Er16YZ5dc/

Leave a Reply