ASANSOLBengali News

বিএনআর তৃণমূল ভবনের কাছে ওয়াটার কুলার উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক

হিন্দী জনকল্যাণ মঞ্চের পক্ষ থেকে ইনস্টল করা হয়

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বিএনআর তৃণমূল ভবনের কাছে একটি ওয়াটার কুলার মেশিন উদ্বোধন করা হয়। রাজ্যের আইন ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক ফিতে কেটে এর উদ্বোধন করেছিলেন। উদ্বোধনের সময় এক গ্লাস ঠান্ডা জল পান করেন মন্ত্রী। ওই ঠান্ডা জলের মেশিন আসানসোল হিন্দি জন কল্যাণ মঞ্চের সহযোগিতায় ইনস্টল করা হয়।

এটি লক্ষণীয় যে, পার্টি অফিসের আশেপাশে কোনও জলের ট্যাঙ্ক বা পানীয় জলের কোনও ব্যবস্থা ছিল না, মানুষকে পানীয় জল কিনে খেতে হ। এখানে একটি ওয়াটার মেশিন বসিয়ে সমস্ত লোককে সর্বদা ঠাণ্ডা জল পাওয়া যাবে। রবীন্দ্রভবনের সামনে তৃণমূল পার্টির কার্যালয় এবং পাশের ব্যাঙ্কে প্রতিদিন প্রচুর মানুষ প্রতিদিন আসেন। এটি হবার ফলে মানুষের তেষ্টা মিতবার জন্য জল কিনে খেতে হবেনা। গুরুদাস চ্যাটার্জি , ভানু বোস, শম্পা কোনার, রামধর সিং, অমর সিং, মনোজ রজক, মুকেশ ঝা, শৈলেন্দ্র

Leave a Reply