Bengali NewsDURGAPUR

অক্সিজেন সিলিন্ডার বাস্ট, আগুন, মৃত এক আহত দুই

বেঙ্গল মিরর, বাপি দাস, পানাগড় ঃ- সিলিন্ডার ভর্তি অক্সিজেন নিয়ে যাওয়ার পথে হয় বিপত্তি। হঠাৎ করে বিস্ফোরণ শুরু হয় অক্সিজেন সিলিন্ডারে। এই ঘটনায় একজন মারা গেছে ও দুজন আহত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানা অন্তর্গত পানাগর এলাকায়।

রাত এগারোটা নাগাদ অক্সিজেন সিলিন্ডার ভর্তি গাড়িটি যখন যাচ্ছিল তখন হঠাৎ করে চালক বুঝতে পারে সিলিন্ডারে কিছু সমস্যা হয়েছে। বাইরে বেরোতে বেরোতে শুরু হয়ে যায় ব্লাস্টিং। এত রাতে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই অক্সিজেন সিলিন্ডার, কেনইবা ব্লাস্টিং হল সমস্ত বিষয় খতিয়ে দেখছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট(ADPC) এর কাঁকসা থানার পুলিশ।।

Leave a Reply