Bengali NewsLatestNationalWest Bengal

Narada Case: হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সিবিআই

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত :
নারদ স্টিং কাণ্ডে আবার নাটকীয় মোড় । কলকাতা হাইকোর্টে শুনানি স্থগিতের জন্য এখন সিবিআই সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে। উল্লেখ্য, নারদ মামলায় আজ কলকাতা হাইকোর্টে পাঁচ সদস্যের বেঞ্চের সামনে শুনানি হবে। একই সঙ্গে, সিবিআই দাবি করেছে, আজ কলকাতা হাইকোর্টে শুনানি পিছিয়ে দেওয়া হোক। হাইকোর্টের সিদ্ধান্তকে সিবিআই সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে হাইকোর্ট এই মামলাটি অন্য একটি রাজ্যে নিয়ে যাওয়ার সিবিআইয়ের আবেদন প্রত্যাখ্যান করে এবং ৪ জন তৃণমূল নেতাকে গৃহবন্দী করার নির্দেশ দেয়। আর এর পরে এখন সিবিআই হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে।

narada

চার নেতাকে ১৭ মে গ্রেপ্তার করা হয়, রাজ্যপালের ওপর ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় :

এই ৪ নেতাকে ১৭ ই মে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি সিবিআই গ্রেপ্তার করে এবং ওই কথিত অপরাধের সময় তারা মন্ত্রী ছিলেন। একই সঙ্গে টিএমসির সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলি জেলায় সাংবাদিকদের জানিয়েছেন, রাজ্যপাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে টার্গেট করছেন। ৪ জন নেতার গ্রেপ্তারে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তিনি থানাগুলিতে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য জনগণকে আবেদন করেন। তিনি বলেন, “আমি সংবিধানের বিধান সম্পর্কে জানি যাতে বলা হয়েছে যে একজন গভর্নরের বিরুদ্ধে কোনও ফৌজদারি কার্যক্রম ( মামলা) শুরু করা যাবে না, তবে যে সমস্ত অঞ্চলে গভর্নরকে অপরাধ, সহিংসতা ও ধর্মীয় বিভাজনে প্ররোচনা দিতে দেখা যাবে, সেখানকার সমস্ত মানুষজনকে পুলিশে অভিযোগ করার জন্য অনুরোধ করব। ‘

Leave a Reply