ASANSOL

কোভিড আক্রান্তদের ওষুধ ও আক্সিজেন দিয়ে সাহায্য করছে নিউ আপার চেলিডাঙ্গা আ্যথলেটিক ক্লাব

বেঙ্গল মিরর, আসনসোল : করোনা সংকটের মধ্যে মানুষ কে সহায়তা করার জন্য বিভিন্ন সংগঠন আসনসোলেও এগিয়ে এসছেন। সেই ভাবেই মানুষের পাশে থাকার কাজ করছে নিউ আপার চেলিডাঙ্গা আ্যথলেটিক ক্লাব. ক্লাবের সদস্য়রা কোভিড আক্রান্ত মানুষ ও তাঁর পরিবার কে ওষুধ, আক্সিজন পৌছে দিচ্ছেন।

ক্লাবের পক্ষ থেকে উৎপল রায় চৌধুরী জানান ক্লাবের সমস্ত সদস্য়দের সবযোগিতায় ক্লাব এই সংকটের সময় মানুষের পাশে থাকার ক্ষুদ্র চেষ্টা করেছে। গত ১মে থেকে ওনারা কোভিড আক্রান্তদের ওষুধ ও আক্সিজেন দিছেন। এমন মানুষ যারা আর্থিক সংকটের কারণে ওষুধ কিনতে পারছেন না, আসানসোল মহকুমায় কারো আক্সিজেন দরকার হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । আমারা ওনাদের কর সহায়তার চেষ্টা করব। আমাদের এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন 9434123156 ,9434198623,9732283388, 9434134349,8637539887,9434163861, 9434389842, 9679768905

এই খবরের জন্য় ক্লিক করুনঃ YAAS মোকাবিলা করার জন্য রাজ্য প্রস্তুত, কেন্দ্র মাত্র ৪০০ কোটি টাকা দিয়েছে: মমতা, মুখ্যমন্ত্রী নিজে কন্ট্রোল রুমে থাকবেন

Leave a Reply